মুম্বই : বলিউডে ক্যাটরিনা কাইফ আর অক্ষয় কুমারের জুটি বেশ সফল। তবুও 'সূর্যবংশী' ছবিতে অক্ষয়ের বিপরীতে কাজ করা নিয়ে সন্দেহ ছিল ক্যাটরিনার মনে। কেন?
অক্ষয় কুমার আর ক্যাটরিনা কাইফ এর আগে সাতটি ছবিতে কাজ করেছেন। তাঁদের একসঙ্গে করা শেষ কাজ ২০১০ সালে 'তিস মার খান' ছবিতে। তারপর এই ২০১৯ সালে তাঁরা একসঙ্গে রোহিত শেট্টির 'সূর্যবংশী' ছবিতে কাজ করতে চলেছেন। ব্যবধানটা ৯ বছরের। আর এই ব্যবধানটাই ভাবাচ্ছিল ক্যাটরিনাকে।