পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'ফোন ভূত'-এ ক্যাটরিনার সঙ্গে সিদ্ধান্ত ও ইশান - horror comedy Phone Bhoot

এবার ক্যাটরিনা কাইফ ও সিদ্ধান্ত চতুর্বেদির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন ইশান । ছবির নাম 'ফোন ভূত' । সামনে এসেছে ছবিতে তাঁদের ফার্স্টলুক ।

asd
asd

By

Published : Jul 20, 2020, 2:11 PM IST

Updated : Jul 21, 2020, 6:19 AM IST

মুম্বই : এবার ক্যাটরিনা কাইফ ও সিদ্ধান্ত চতুর্বেদির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন ইশান খাট্টার । ছবির নাম । এটি একটি হরর কমেডি । আজই নির্মাতাদের তরফে ছবির কথা নিশ্চিত করা হয়েছে ।

প্রকাশ্যে এসেছে ছবিতে তাঁদের তিনজনের ফার্স্টলুক । সোশাল মিডিয়ায় নিজেদের লুক শেয়ার করেন তাঁরা । ছবিতে তিনজনকেই কালো সুটে দেখা গিয়েছে । এ বছরের শেষের দিকে শুরু হবে ছবির শুটিং । 2021 সালে মুক্তি পাবে ছবিটি ।

তবে পরবর্তী ছবি নিয়ে যথেষ্ট আনন্দিত ইশান । লকডাউনের মধ্যেই ছবির স্ক্রিপ্ট পড়ে ফেলেছিলেন বলে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান তিনি । স্ক্রিপ্ট তাঁর যথেষ্ট ভালো লেগেছে বলেও জানান । যদিও ছবি সম্পর্কে এর থেকে বেশি কিছু বলতে চাননি ইশান । ছবির কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই আরও তথ্য সামনে আসবে বলে জানান তিনি ।

ছবিটি পরিচালনা করছেন গুরমিত সিং । যৌথভাবে ছবিটি প্রযোজনা করবেন রীতেশ সিধওয়ানি ও ফারহান আখতার ।

কাজের দিক থেকে শেষবার 'ভারত' ছবিতে দেখা গিয়েছিল ক্যাটরিনাকে । এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর 'সূর্যবংশী' ছবিটি । আর 'ধড়ক' ছবিতে অভিনয় করেছিলেন ইশান । তারপর 'খালি পিলি' ও 'আ সুইটেবল বয়'-এর মতো ছবি রয়েছে তাঁর ঝুলিতে । এছাড়া 'বান্টি অউর বাবলি 2'-র মতো ছবি রয়েছে সিদ্ধান্তের হাতে ।

Last Updated : Jul 21, 2020, 6:19 AM IST

ABOUT THE AUTHOR

...view details