পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বিউটি লাইন লঞ্চ করলেন ক্যাটরিনা

নিজের বিউটি লাইন লঞ্চ করলেন ক্যাটরিনা কাইফ ।

Katrina Kaif beauty line

By

Published : Oct 16, 2019, 2:56 PM IST

মুম্বই : অভিনেতা-অভিনেত্রীরা এখন শুধুমাত্র অভিনয় বা মডেলিংয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকেন না। তাঁরা প্রত্য়েকেই কোনও না কোনও ব্যবসায়িক উদ্যোগের সঙ্গে যুক্ত। কেউ সিনেমা প্রযোজনায় নেমেছেন, কেউ নিজের জিম খুলেছেন, আবার কেউ ইউটিউব চ্যানেল খুলেছেন। ক্যাটরিনা কাইফ কেন পিছিয়ে থাকবেন? নিজের বিউটি লাইন খুললেন অভিনেত্রী। নাম 'কে বিউটি' (Kay Beauty)।

এই বিউটি লাইন লঞ্চ করার স্বপ্ন ক্যাটরিনা কাইফের অনেকদিনের। এই ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, "দু'বছর আগে আমি একটি বিউটি লাইন তৈরি করার স্বপ্ন দেখেছিলাম। আমি খুবই খুশি আজ সেটা করতে পেরে। আমার আর তর সইছে না।"

IANS সূত্রে জানা যাচ্ছে যে, গ্ল্যামার আর যত্নের মাঝখানে একটা ব্রিজের কাজ করবে এই বিউটি লাইন। যে কোনও ওয়ার্কিং ওম্যানের ক্ষেত্রেই এরকম বিউটি লাইন প্রযোজ্য, মনে করেন ক্যাটরিনা।

ABOUT THE AUTHOR

...view details