পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

আলির সুপারহিরোইন ক্যাটরিনা, বলিউডে নতুন কনসেপ্ট - ক্যাটরিনা কাইফের সুপারহিরো ছবি

সুপারহিরো নিয়ে তো বলিউডে ছবি হয়েছে । 'কৃষ' বা 'ফ্লাইং জট'-এর মতো কল্পবিজ্ঞানের ছবি দেখেছেন দর্শক । তবে এবার পরদায় সুপারহিরোইনকে দেখা যাবে । হলিউডে 'ওয়ান্ডার ওম্য়ান' বা 'ক্যাটওম্যান'-এর মতো চরিত্র থাকলেও বলিউডে তেমন কিছু এক্সপেরিয়েন্স করেননি দর্শক । এবার করতে চলেছেন । আলি আব্বাস জ়ফরের সুপারহিরোইন ছবিতে ক্যাটরিনা কাইফ ।

katrina kaif in superhero film
katrina kaif in superhero film

By

Published : May 29, 2020, 4:44 PM IST

মুম্বই : মার্চ মাসে শোনা গেছিল যে, আলির সুপারহিরোইন ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করতে চলেছেন ক্যাটরিনা কাইফ । তবে এমন খবর তো কতই রটে ! কিন্তু এবার এল নিশ্চিত খবর । প্রিয় বন্ধু আলিকে সঙ্গে নিয়ে সুপারহিরোইন হয়ে উঠতে একেবারে প্রস্তুত ক্যাটরিনা ।

লকডাউন শেষ হয়ে গেলেই শুরু হবে এই নতুন প্রোজেক্ট । স্ক্রিপ্টও একেবারে ফাইনাল, জানালেন জ়াফর । তবে এই ধরনের ফিল্ম শুট করতে গেলে তো অনেক প্রস্তুতির প্রয়োজন, অনেক অ্যাকশন সিকোয়েন্সও রয়েছে । সেই কারণে কিছুটা সময় লাগবেই, মনে করছেন পরিচালক ।

তিনি জানালেন, "এই ধরনের সিনেমা তৈরি করতে গেলে অনেক প্রস্তুতির প্রয়োজন, বিশেষ করে অ্যাকশন দৃশ্যগুলোর ক্ষেত্রে । আমি ভিডিয়ো কলের মাধ্যমে এক আন্তর্জাতিক টিমের সঙ্গে যোগাযোগ করেছি । অভিনেতাদের সঙ্গে স্ক্রিপ্ট রিডিং সেশন শুরু হয়ে গেছে । প্রোডাকশন ডিজ়াইনারের সঙ্গেও কথাবার্তা শুরু করেছি । অনেক কাজ রয়েছে ।"

আলির একাধিক সিনেমায় অভিনয় করেছেন ক্যাটরিনা । তার মধ্যে অন্যতম 'মেরে ব্রাদার কি দুলহন', 'টাইগার জ়িন্দা হ্যায়', 'ভারত'-এর মতো ব্লকবাস্টার ছবি । সেটের বাইরেও তাঁদের দু'জনের মধ্যে একটা দারুণ বন্ড কাজ করে ।

ফলে সবমিলিয়ে এই সুপারহিরোইন ছবি নিয়ে প্রত্যাশা রয়েছে দর্শকের মধ্যে । এখন কবে থেকে শুটিং শুরু হয় সেটাই দেখার ।

ABOUT THE AUTHOR

...view details