পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

স্বর্গ খুঁজে পেলেন ক্যাটরিনা - katrina kaif social media

শহুরে আবহাওয়া পেরিয়ে প্রকৃতির কোলে গিয়ে পৌঁছলেন ক্যাটরিনা কাইফ । আর সেখানেই খুঁজে পেলেন তাঁর স্বর্গ । মালদ্বীপের সমুদ্র সৈকতে যেন সত্য়িই কিন্নরী হয়ে উঠলেন ক্যাটরিনা ।

katrina kaif in maldives
katrina kaif in maldives

By

Published : Nov 13, 2020, 8:14 AM IST

মালদ্বীপ : লকডাউন উঠে যাওয়ার পরই চারিদিকে সবকিছু স্বাভাবিক ছন্দে ফিরছে । একটু ছাড়া পেয়েই লোকজন দৌড়চ্ছে নতুন কোনও হলিডে ডেস্টিনেশনের উদ্দেশ্যে । কয়েকদিন আগে মালদ্বীপ থেকে ঘুরে এসেছেন তাপসী পান্নু । আর এবার সেখানে পৌঁছলেন ক্যাটরিনা কাইফ ।

তাপসীর মতো ক্যাটরিনারও মনে হল যে মালদ্বীপই হল মর্ত্যের স্বর্গ । যদি এই পৃথিবীতে স্বর্গ বলে কিছু থেকে থাকে, তাহলে সেটা মালদ্বীপ ।

সমুদ্র সৈকতে সাদা বিকিনিতে দেখা গেল ক্যাটরিনাকে । নো-মেকআপ লুকেও যেন তিনি সমান গ্ল্যামারাস । ক্যামেরার সামনে সারল্যের সঙ্গে কীভাবে উষ্ণতা ছড়াতে হয়, তা তিনি ভালোই জানেন ।

এক কথায় নিজের মনোভাব ব্যক্ত করেছেন ক্যাটরিনা । শুধু লিখেছেন, "স্বর্গ খুঁজে পেলাম ।" শুধু তাই নয়, সেখানে এক খরগোশের সঙ্গে ব্রেকফাস্টও সারলেন অভিনেত্রী ।

নিজের ইনস্টাস্টোরিতে ছোটো ছোটো ভিডিয়ো শেয়ার করে মালদ্বীপ ভ্রমণের সঙ্গী করে নিলেন তিনি নেটিজেনদের । দেখে নিন এক ঝলক...

ক্যাটরিনার সঙ্গে মালদ্বীপে...

ABOUT THE AUTHOR

...view details