মুম্বই : এবার দক্ষিণী তারকা বিজয় সেতুপতির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন ক্যাটরিনা কাইফ । ছবিটি পরিচালনা করবেন শ্রীরাম রাঘবন ।
তবে আপকামিং ছবির বিষয়বস্তু নিয়ে এখনও কিছুই জানাননি নির্মাতারা । সূত্রের খবর, অত্যন্ত গুরুত্বর সঙ্গে ক্যাটরিনা ও বিজয়কে নিয়ে আপকামিং ছবি শুরু করতে চলেছেন রাঘবন ।
আর এই ছবির মাধ্যমেই বলিউডে পা রাখতে চলেছেন বিজয় । তবে শোনা গিয়েছিল, আমির খানের 'লাল সিং চাড্ডা' দিয়ে বলিউডে পা রাখবেন তিনি ।
এই প্রোজেক্ট সম্পর্কে বিশেষ কিছুই জানা যায়নি । তবে এই ছবির জন্য রাঘবন ও বিজয় দু'জনেই অত্যন্ত উচ্ছ্বসিত রয়েছেন বলে জানা গিয়েছে । 2018-তে মুক্তি পেয়েছিল রাঘবনের 'অন্ধাধুন'। সেখানে আয়ুষ্মান খুরানার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তাব্বু ও রাধিকা আপ্তে । সেরা ফিচার ছবি হিসেবে জাতীয় পুরস্কার জিতে নিয়েছিল এই ছবি । তারপর আর কোনও নতুন প্রোজেক্টে হাত দেননি রাঘবন । এরপর ফের এই ছবির কাজ শুরু করতে চলেছেন তিনি ।
এছাড়া রোহিত শেট্টির আপকামিং ছবি 'সূর্যবংশী'-তে দেখা যাবে ক্যাটরিনাকে । সেখানে অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি । সব ঠিক থাকলে গত বছর এপ্রিলে মুক্তি পেল এই ছবি । কিন্তু, কোরোনা পরিস্থিতির জেরে ছবির মুক্তি পিছিয়ে যায় । এর পাশাপাশি সিদ্ধান্ত চতুর্বেদী ও ইশান খাট্টারের সঙ্গে 'ফোন ভূত' ছবিতে দেখা যাবে তাঁকে ।