পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

একটু প্রশংসা পাওয়ার জন্য ছটফট করছেন কার্তিক - kartik aryan latest news

একটু প্রশংসা পাওয়ার জন্য ছটফট করছেন কার্তিক আরিয়ান । সোশাল মিডিয়ায় তো তেমনই ইঙ্গিত দিলেন অভিনেতা ।

kartik aryan latest news
kartik aryan latest news

By

Published : May 28, 2020, 10:27 PM IST

মুম্বই : ফ্যানেদের থেকে প্রতিক্রিয়া পেতে অভ্যস্ত তারকারা । তবে লকডাউনে সব বন্ধ । না মুক্তি পাচ্ছে সিনেমা, না হচ্ছে কোনও পাবলিক অ্যাপিয়ারেন্স । এই অবস্থায় একটু প্রশংসা পাওয়ার জন্য মুখিয়ে কার্তিক আরিয়ান ।

ইনস্টাগ্রামে একটা ছবি শেয়ার করেছেন কার্তিক । উশকো খুশকো চুলে একেবারে ক্যাশুয়াল লুকে অভিনেতা ।

ক্যাপশনে তিনি লিখেছেন, "একটু প্রশংসা করে দাও প্লিজ় । খুব ইচ্ছে করছে..." রেখেঢেকে কথা বলার অভ্যেস নেই অভিনেতার । যা ইচ্ছে হচ্ছে সরাসরি জানিয়ে দিলেন তিনি ।

তাতে কাজও হয়েছে । নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কার্তিকের পোস্টকে । দেখে নিন...

ABOUT THE AUTHOR

...view details