পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছুটি পেলেন কার্তিক - কার্তিক আরিয়ান

'লাভ আজ কাল 2'-এর প্রচারের সময় হাতের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল কার্তিকের । সেই ব্যথায় বেশ কিছুদিন ধরে ভুগছিলেন তিনি । এরপর সোমবার খারের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার করা হয় । গতকাল হাসপাতাল থেকে ছুটি পান তিনি ।

zxc
zxc

By

Published : Mar 5, 2020, 7:07 PM IST

মুম্বই : 'লাভ আজ কাল 2'-এর প্রচারের সময় হাতে চোট পেয়েছিলেন কার্তিক আরিয়ান । পরে হঠাৎই বাড়ে সেই ব্যথা । তড়িঘড়ি 'ভুলভুলাইয়া 2'-এর শুটিং ছেড়ে বাড়ি ফেরেন তিনি । খারের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হয় বলে জানা গেছে । দু'দিন হাসপাতালে ভরতি ছিলেন তিনি । গতকালই হাসপাতাল থেকে ছুটি পান । পরিবারের সদস্যদের সঙ্গে হাসপাতালের বাইরে দেখা যায় তাঁকে ।

14 ফেব্রুয়ারি মুক্তি পায় 'লাভ আজ কাল 2'। সেখানে সারা আলি খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন কার্তিক আরিয়ান । বক্স অফিস থেকে ভালোই আয় করেছে ছবিটি । এদিকে ছবির প্রচারে গিয়ে হাতে চোট পান কার্তিক । এতদিন সেই ব্যথা নিয়েই পরবর্তী ছবি 'ভুলভুলাইয়া 2'-এর শুটিং করছিলেন তিনি । ব্যথাকে খুব একটা গুরুত্ব দেননি । হঠাৎই বাড়ে হাতের ব্যথা । হাতে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন তিনি । ছবির ক্যাপশনে মাকে মিস করার কথাও লেখেন ।

এদিকে ব্যথা বাড়তে তড়িঘড়ি 'ভুলভুলাইয়া 2'-এর শুটিং ছেড়ে বাড়ি ফেরেন কার্তিক । সোমবার খারের একটি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে । হয় অস্ত্রোপচার । দু'দিন হাসপাতালে ভরতি থাকার পর গতকাল তাঁকে ছুটি দেওয়া হয় । তাঁর হাতের লিগামেন্ট ছিঁড়ে গেছিল বলে জানা গেছে । গতকাল হাতে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় হাসপাতাল থেকে বের হতে দেখা যায় তাঁকে । সঙ্গে ছিলেন তাঁর বাবা মণীশ তিওয়ারি ও মা মালা তিওয়ারি । পাপারাৎজ়িদের ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি ।

অন্য সময় পাপারাৎজ়িদের ক্যামেরায় হাসি মুখে পোজ় দেন কার্তিক । কিন্তু, গতকাল হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর তাঁর শরীরের অবস্থা একেবারেই ভালো ছিল না । যা প্রকাশ পাচ্ছিল তাঁর চোখে মুখে । পাপারাৎজ়িদের দিকে তাকিয়ে একবার হাত নেড়েই গাড়িতে উঠে পড়েন তিনি । এদিকে হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর সোজা IIFA-এর অনুষ্ঠানে যোগ দেন । সেখানে ক্যাটরিনা কাইফের সঙ্গে দেখা যায় তাঁকে । তাঁর শরীরের খোঁজ নেন ক্যাটরিনা । সেই ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেন কার্তিক ।

দেখুন ভিডিয়ো

কাজের দিক থেকে 'ভুলভুলাইয়া 2' ছবিতে কার্তিকের বিপরীতে দেখা যাবে কিয়ারা আদবানিকে । অনীজ় বাজ়মী পরিচালিত ছবিটি মুক্তি পাবে 31 জুলাই ।

ABOUT THE AUTHOR

...view details