মুম্বই : প্রথমে 'ধীমে ধীমে', তারপর 'ডু ইট উইথ আ টুইস্ট' চ্যালেঞ্জ ফ্যানদের দিয়েছিলেন কার্তিক আয়িরান । আর এবার 'পুঙ্গি' চ্যালেঞ্জ দিলেন তিনি । সম্প্রতি এই চ্যালেঞ্জে মজেছেন ফ্যানরা । যে সব ফ্যানরা তাঁর এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন তাঁদের ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি ।
14 ফেব্রুয়ারি মুক্তি পাবে 'লাভ আজ কাল'। সেখানে সারা আলি খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন কার্তিক । ছবির গান 'হাঁ ম্যায় গালাত' মুক্তি পেয়েছে কিছুদিন আগেই । সেই গানেই ফ্যানদের দুটি চ্যালেঞ্জ ছুড়ে দেন কার্তিক । প্রথমটি 'ডু ইট উইথ আ টুইস্ট'। সেখানে সারার সঙ্গে নাচতে দেখা গেছে তাঁকে । আর সেই চ্যালেঞ্জ গ্রহণ করা ফ্যানদের ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করেন কার্তিক । এরপর গতকাল ওই একই গানে ফ্যানদের দিকে 'পুঙ্গি' চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি । ভিডিয়োর ক্যাপশনে লেখেন, "ধীমে ধীমে তো আপনারা সুন্দরভাবে শিখে নিয়েছেন । এবার এসেছে নতুন চ্যালেঞ্জ । #পুঙ্গি ডান্স ।"