পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কার্তিককে নিয়ে ভীত তাঁর মা ? - kartik aryan mother worries

শুটিং শুরু করলেন কার্তিক আরিয়ান । ছেলে আবার শুটিং ফ্লোরে ফিরছে, ভেবেই ভয় পাচ্ছেন তাঁর মা ।

kartik aryan mother worries
kartik aryan mother worries

By

Published : Dec 13, 2020, 9:59 AM IST

মুম্বই : 'ধামাকা'-র শুটিং শুরু করলেন কার্তিক আরিয়ান । বাবা-মায়ের আশীর্বাদ নিয়ে কোরোনা পরিস্থিতির মধ্যেও শুটে ফিরলেন তিনি । ছেলের এই পদক্ষেপে মায়ের মনে একটুও শান্তি নেই ।

পরিস্থিতি স্বাভাবিক হতেই সবাই শুটিং শুরু করে দিয়েছেন । তবে তাতে কোরোনার সংক্রমণও বেড়েছে বি-টাউনে । বরুণ ধাওয়ান, কৃতি স্যানন, নীতু কাপুরের মতো তারকারা এই রোগে আক্রান্ত হয়েছেন । তবে নীতু এরই মধ্যে কোরোনা মুক্ত হয়ে উঠেছেন ।

তাই কার্তিকের মায়ের চিন্তা খুব একটা অনর্থক নয় । সাবধানতা অবলম্বন করে শুটিং করলেও কোরোনা হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না ।

তবে কার্তিক মায়ের এই অভিব্যক্তিতে বেশ মজা পেয়েছেন । তাই ফলাও করে মায়ের ভয় পাওয়া মুখের ছবি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় । দেখে নিন...

রাম মাধবনী পরিচালিত 'ধামাকা' ছবিতে অভিনয় করছেন কার্তিক । নিজের রোম্যান্টিক ফানি ইমেজ ছেড়ে এবার সিরিয়াস সাংবাদিকের চরিত্রে তিনি ।

ABOUT THE AUTHOR

...view details