মুম্বই : বোনের সঙ্গে সারাদিন খুনসুটি চলে কার্তিকের । কখনও বোনকে জব্দ করেন কার্তিক তো কখনও তাঁর বোন কিট্টু । তবে আজ কোনও খুনসুটি নয়, একেবারে মাঠে নেমে দাদাকে হারালেন বোন ।
আক্ষরিক অর্থে মাঠ না হলেও একেবারে খেলার ময়দানে নেমে দাদাকে হারালেন কিট্টু । টেবিল টেনিস খেলতে গিয়ে গো-হারান হারলেন কার্তিক ।
যদিও হারটা মেনে নিতে একটু অসুবিধা হচ্ছে অভিনেতার । তাই সোশাল মিডিয়ায় খেলার ভিডিয়োটি শেয়ার করে তিনি লিখেছেন, "কিট্টুর খুশি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ । তাই আমি ওকে জিততে দিলাম । স্যাক্রিফাইস ।"
সহকর্মী ও বন্ধুর এই পোস্টে আবার টাইগার শ্রফ প্রতিক্রিয়া জানিয়েছেন । দেখে নিন পোস্টটি...
কাজের ক্ষেত্রে কার্তিককে দেখা যাবে 'দোস্তানা 2' আর 'ভুলভুলাইয়া 2'-তে ।