মুম্বই : লকডাউনের মধ্যে এখন বাড়িতেই রয়েছেন কার্তিক আরিয়ান । এই সময় ফ্যানদের আনন্দ দিতে সোশাল মিডিয়ায় বিভিন্ন মজাদার পোস্ট করছেন তিনি । সম্প্রতি এক সাংবাদিকের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলেন । সেই সাক্ষাৎকারে উঠে এসেছিল ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতির কথা । আর ইন্ডাস্ট্রির ভালোর জন্য প্রয়োজন হলে পারিশ্রমিক কাটছাঁট করতেও রাজি আছেন বলে সাক্ষাৎকারে জানান কার্তিক ।
সিনেমা থেকে বছরে ভালো টাকাই আয় করে বলিউড । আর সেখানে কোরোনার জন্য এতদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে কাজ । তাই এই মুহূর্তে ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নিয়ে চিন্তিত অনেকেই । সব কিছুই এখন বড় অনিশ্চিত । এই পরিস্থিতে অনেকের কাজ হারানোর আশঙ্কা রয়েছে বলে কার্তিকের সঙ্গে সাক্ষাৎকারে জানান ওই সাংবাদিক । তারপরই উঠে আসে তারকাদের পারিশ্রমিক কাটছাঁট করার মতো বিষয় ।