পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

রেকর্ড তৈরি করবেন কার্তিক, ব্যাপারটা কী ? - কার্তিক আরিয়ানের খবর

বেশ কয়েকমাস পর আবার ফিল্মের সেটে ফিরেছেন কার্তিক আরিয়ান । আর এসেই ধামাকা করতে চলেছেন তিনি । শোনা যাচ্ছে 'ধামাকা' ছবির শুটিং নাকি মাত্র কুড়ি দিনেই শেষ করে দেবেন অভিনেতা । এটা সম্ভব ?

Kartik Aryan new record
Kartik Aryan new record

By

Published : Dec 19, 2020, 1:17 PM IST

মুম্বই : নিজের রোম্যান্টিক মজাদার ইমেজ ভাঙতে প্রস্তুত কার্তিক আরিয়ান । রাম মাধবনী পরিচালিত 'ধামাকা' ছবিতে তাঁকে এক সিরিয়াস জার্নালিস্টের চরিত্রে দেখা যাবে । আর এই ছবির মাধ্যমে আরও এক রেকর্ড তৈরি করতে চলেছেন কার্তিক । কী সেটা ?

শোনা যাচ্ছে মাত্র কুড়ি দিনেই 'ধামাকা'-র শুটিং শেষ করার পরিকল্পনা করেছেন কার্তিক এবং পরিচালক রাম । আর তার জন্য প্রি-প্রোডাকশনের সমস্ত কাজকর্জ সেরে রেখেছেন তাঁরা । যদি সত্যি এটা সম্ভব হয়, তাহলে মুক্তির আগেই একটা নতুন রেকর্ড সেট করবে 'ধামাকা' ।

যাতায়াতের সময় বাঁচাতে নাকি ছবির নির্মাতারা একটা গোটা হোটেল বুক করে নিয়েছেন । শুধু টিম 'ধামাকা' নয়, হোটেলের কর্মীরাও এই কুড়িদিন সেখানেই থাকবেন । পারিশ্রমিকের বিনিময়ে হোটেল কর্মীদেরও ছবির অংশ করে নিয়েছেন রাম । এতে সময়ও বাঁচবে আর কোরোনা সংক্রমণের আশঙ্কাও কমবে ।

কী আছে 'ধামাকা'-তে ? মুম্বইয়ের উপর হওয়া সন্ত্রাসবাসী হামলার লাইভ ব্রডকাস্ট করবেন এক সাংবাদিক । আর এই সাংবাদিকের চরিত্রেই কার্তিক । বোঝা যাচ্ছে অভিনেতাকে এই ধরনের সিরিয়াস চরিত্রে আগে দেখা যায়নি । তাঁর নতুন অবতার দেখতে মুখিয়ে দর্শক ।

ABOUT THE AUTHOR

...view details