মুম্বই : পরিবারের সঙ্গেই বেশিরভাগ সময় কাটান করিশ্মা কাপুর । এমনকী, বোন করিনা কাপুরের সঙ্গেই ঘুরতে যান তিনি । প্রায় রোজই কোথাও না কোথাও একসঙ্গে দেখা করেন তাঁরা । কিন্তু, তাঁদের এই আনন্দে জল ঢেলে দিয়েছে লকডাউন । এখন বাড়ি থেকে বের হতে পারছেন না কেউই । সেই তালিকায় রয়েছেন করিশ্মাও । ফলে ইচ্ছে করলেও দেখা করতে পারছেন না বয়স্ক বাবা-মা, বোন করিশ্মা ও বোনপো তইমুরের সঙ্গে । প্রিয়জনদের সঙ্গে দেখা করতে না পারায় এখন খুবই মন খারাপ করিশ্মার ।
দেশে যখন কোরোনা থাবা বসায়নি তখন ইচ্ছে করলেই বাবা-মা ও বোনের সঙ্গে দেখা করতেন করিশ্মা । ইচ্ছে হলেই তাঁদের বাড়িতে যেতেন তিনি । কিন্তু, এখন সেটা কোনওভাবেই সম্ভব নয় । সৌজন্যে লকডাউন । এ প্রসঙ্গে সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্য়মকে দেওয়া সাক্ষাৎকারে করিশ্মা বলেন, "আমরা ইচ্ছে হলে রোজই একে অপরের সঙ্গে দেখা করতে পারতাম । তাদের না দেখে থাকা খুবই কঠিন । কিন্তু, এই সময় এটাকে মেনে নিয়ে আমাদের থাকতেই হচ্ছে ।"