মুম্বই : দ্বিতীয়বারও কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এল বলিউড প্রযোজক করিম মোরানির । এর আগে 8 এপ্রিল তাঁর কোরোনা পরীক্ষা করা হয়েছিল । বেশ কিছুদিন আগে কোরোনায় আক্রান্ত হয়ে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভরতি হন । এখন সেখানেই চিকিৎসাধীন তিনি ।
গত মাসেই শ্রীলঙ্কা থেকে ফিরেছিলেন করিম কন্যা শাজ়া । তার কিছুদিন পরই 15 মার্চ রাজস্থান থেকে ফেরেন তাঁর বোন জ়োয়া । বাড়িতে ফেরার পর কোয়ারেন্টাইনে ছিলেন তাঁরা । এর 12 দিনের মাথায় হঠাৎ জ়োয়ার শরীরের কোরোনার উপসর্গ দেখা যায় । তখনই পরীক্ষা করা হয় তাঁকে । কিন্তু, রিপোর্ট নেগেটিভ আসে । স্বাস্থ্য পরীক্ষা করা হয় শাজ়ার । শরীরে কোনও উপসর্গ দেখা না দিলেও রিপোর্টে জানা যায় যে তিনি কোরোনায় আক্রান্ত হয়েছেন । তারপরই তড়িঘড়ি তাঁদের দু'জনকে মুম্বইয়ের দুটি হাসপাতালে ভরতি করা হয় ।
এরপর তাঁদের পরিবারের সবাইকে হোম আইসোলেশনে রাখা হয়েছিল । প্রশাসনের তরফে বাড়িতে এসে রোজই সবার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছিল । তার মধ্যেই জানা যায় যে কোরোনায় আক্রান্ত হয়েছে করিম মোরানি । সঙ্গে সঙ্গে নানাবতী হাসপাতালে ভরতি হন তিনি । সেখানেই তিনি চিকিৎসাধীন । হাসপাতালে ভরতি হওয়ার পর তাঁর প্রথম কোরোনা পরীক্ষা হয় 8 এপ্রিল । এরপর গতকাল ফের তাঁর পরীক্ষা করা হয় । পজ়িটিভ আসে সেই রিপোর্ট ।