মুম্বই : মেয়ে জ়োয়া আর শাজ়ার পর এবার কোরোনায় আক্রান্ত হলেন প্রযোজক করিম মোরানি । দুই বোনের সংক্রমণ দেখার পরই মোরানি পরিবারের বাকি সদস্যদের চেকআপ করানো হয় । আর সেখানেই ধরা পরে যে, করিমও কোরোনায় আক্রান্ত ।
জ়োয়া নিজেই এই খবর শেয়ার করেছেন ইনস্টাগ্রামে । লিখেছেন, "আমার বাবা, বোন আর আমি COVID 19 পজ়িটিভ । বাবা আর সাজ়ার কোনও লক্ষণ নেই, আমার আছে অল্প । ডিটেল শেয়ার করব তাড়াতাড়ি । যাতে প্রত্যেকে একটা আইডিয়া পান ব্যাপারটা সম্পর্কে ।"