পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

অন্য সুরে কথা বললেন ফিটনেস ফ্রিক করিনা

অন্য সুরে কথা বললেন ফিটনেস ফ্রিক করিনা কাপুর খান । যে করিনা সবসময় ক্যালরি নিয়ে চিন্তিত থাকেন, তিনি আজ ক্য়ালরি ভুলে অন্যকিছুতে মন দিলেন ।

kareena kapoor food
kareena kapoor food

By

Published : Aug 28, 2020, 10:12 PM IST

মুম্বই : অন্তঃসত্ত্বা করিনা । এই সময় মহিলাদের নানান স্বাদের খাবার খেতে ইচ্ছে করে । ঠিক তেমনটাই হচ্ছে করিনার । ক্যালরি ভুলে মুহূর্ত তৈরিতে বেশি উৎসাহ তাঁর । কারণ, জীবনের সুন্দর মুহূর্তগুলোই থেকে যায় ।

একটি গ্ল্যামারাস ছবি শেয়ার করেছেন করিনা । বিলাসবহুল কোনও রেস্তোরাঁয় সানগ্লাস পরে বসে তিনি । ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, পরনে ফর্মাল পোশাক ।

ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "স্মৃতিগুলোকে মনে রাখ, ক্যালরিকে নয় ।" মোটা হওয়ার ভয় ভুলে মেনুকার্ডে মন দিয়েছেন করিনা । ইনস্টাগ্রামের নিয়ম মেনে হ্যাশট্যাগ দিতে ভোলেননি তিনি । লিখেছেন, "#FoodForThought #Deep"

করিশ্মা কাপুর, রিয়া কাপুর সহ আরও অনেক নেটিজেনরা মুগ্ধ করিনার এই নতুন ছবিতে । আপনারাও দেখে নিন...

ABOUT THE AUTHOR

...view details