মুম্বই : অন্তঃসত্ত্বা করিনা । এই সময় মহিলাদের নানান স্বাদের খাবার খেতে ইচ্ছে করে । ঠিক তেমনটাই হচ্ছে করিনার । ক্যালরি ভুলে মুহূর্ত তৈরিতে বেশি উৎসাহ তাঁর । কারণ, জীবনের সুন্দর মুহূর্তগুলোই থেকে যায় ।
একটি গ্ল্যামারাস ছবি শেয়ার করেছেন করিনা । বিলাসবহুল কোনও রেস্তোরাঁয় সানগ্লাস পরে বসে তিনি । ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, পরনে ফর্মাল পোশাক ।