পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

করিনার প্রতিদ্বন্ধী ছেলে তইমুর ! - karan johar

বলি মহলের অনেকেই মনে করেন তিনি ঠোঁটকাটা, নাকউঁচু। শুধু তাই নয় বলিউডের গসিপ গার্ল হিসাবেও পরিচিতি আছে এই অভিনেত্রীর। তবে তাঁর পরিচয় শুধু এইটুকুই নয়। বেশ বড় মাপের একজন অভিনেত্রী বলিউডের বেবো ওরফে করিনা কাপুর খান। এখনও অন্য়ান্য অভিনেত্রীদের চোখে অন্য়তম প্রতিদ্বন্ধী তিনি। তবে, বেবোরও প্রতিদ্বন্ধী আছে । স্বীকার করলেন নিজেই।

taimur

By

Published : Feb 24, 2019, 11:59 PM IST

করণ জোহরের এক চ্য়াট শোয়ে হাজির হয়েছিলেন করিনা কাপুর খান। তিনি একা নন, সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়াও। শোয়ের নিয়ম অনুযায়ী, বেশ কিছু খুব তাড়াতাড়ি বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে হয়। এই নিয়ম মেনেই করণ করিনাকে প্রশ্ন করেন, তাঁর সবথেকে বড় প্রতিদ্বন্ধী কে ? দীপিকা না আলিয়া ? কিন্তু, করণকে অবাক করেই এদের কারওর নাম নেননি বেবো। বরং উত্তর শুনলে অবাকই হতে হবে। করিনার মতে, তাঁর সবথেকে বড় প্রতিদ্বন্ধী ছেলে তইমুর !

তবে কি ছেলের জনপ্রিয়তায় হিংসা হচ্ছে করিনার ? নাহলে বলিউডের তাবড় তাবড় শিল্পীদের নাম না করে নিজের ছেলের নাম বলে বসলেন ! এমনিতেই জন্মের পর থেকেই লাইমলাইটে তইমুর। পাপারাৎজ়িদেরও খুবই পছন্দের এই খুদে। বাড়ি থেকে বেরোনো মাত্রই খবরের পাতায় উঠে আসে ছোট্ট টিম। তাই কি করিনার এই মন্তব্য !

ABOUT THE AUTHOR

...view details