পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

পাঁচ মাসের অন্তঃসত্ত্বা, ছবি শেয়ার করিনার - Kareena 5 months pregnant

শুটিংয়ের মাঝেই খানিকটা অবসর নিয়ে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন করিনা । সেখানে মাঠের মধ্যে ছায়াতে বসে রয়েছেন তিনি । পরনে কাফতান । চুল টেনে পিছনে বাঁধা । আর মুখে মেকআপের লেশমাত্র নেই ।

sd
sd

By

Published : Oct 3, 2020, 9:46 PM IST

মুম্বই : এখন খুবই খুশি করিনা কাপুর খান । কোরোনা পরিস্থিতির মধ্যেই মা হতে চলেছেন তিনি । আর কয়েকটা মাসের অপেক্ষা । তারপরই তাঁদের পরিবারের আসবে নতুন সদস্য । সেই দিনের অপেক্ষায় রয়েছেন সবাই ।

করিনা এখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ।তবে অন্তঃসত্ত্বা হলেও কখনও কাজ ছাড়েননি । ওই অবস্থাতেও ব়্যাম্পে হাঁটা থেকে শুরু করে শুটিং সবই করতে দেখা গিয়েছিল তাঁকে । এবারও তার অন্যথা হয়নি । এখনও শুটিং করছেন তিনি । পরবর্তী ছবি 'লাল সিং চাড্ডা'-র শুটিংয়ের জন্য সইফ ও তইমুরকে নিয়ে দিল্লি যান । সেখানেই চুটিয়ে শুটিং করছেন বেবো ।

শুটিংয়ের মাঝেই খানিকটা অবসর নিয়ে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন করিনা । সেখানে মাঠের মধ্যে ছায়াতে বসে রয়েছেন তিনি । পরনে কাফতান । চুল টেনে পিছনে বাঁধা । আর মুখে মেকআপের লেশমাত্র নেই ।

ছবির ক্যাপশনে লেখেন, "5 মাস ও সুস্থ আছি"। ক্যাপশনের ঠিক নিচে লেখেন "কাফতান সিরিজ় চলছে"। আসলে কাফতান যে করিনার খুবই প্রিয় পোশাক তা অবশ্য লকডাউনের সময়ই জানিয়ে দিয়েছিলেন তিনি । বেশিরভাগ ছবিতেই কাফতান পরতে দেখা গিয়েছিল তাঁকে ।

‘লাল সিং চড্ডা’ ছাড়াও করণ জোহরের ‘তখত’ ছবি রয়েছেন করিনার ঝুলিতে । সেখানে রণবীর সিং, ভিকি কৌশল, আলিয়া ভাট, অনিল কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details