পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বেবো আর সইফু, একটা রূপকথা - করিনা কাপুরের খবর

কোনও এক সময় বেবো নামের এক মেয়ে ছিল আর সইফু নামের এক ছেলে ছিল । তাঁরা দু'জনেই স্প্যাগেতি আর ওয়াইন পছন্দ করতেন । আর এভাবেই তাঁদের প্রেম হল আর তাঁরা সুখে-শান্তিতে সারা জীবন কাটাতে শুরু করল । করিনা আর সইফের প্রেম কাহিনি ঠিক যেন এক রূপকথার মতো না ?

kareena kapoor khan and saif ali khan anniversary
kareena kapoor khan and saif ali khan anniversary

By

Published : Oct 16, 2020, 3:46 PM IST

মুম্বই : আজ করিনা কাপুর খান আর সইফ আলি খানের বিবাহবার্ষিকী । দেখতে দেখতে তাঁরা পার করলেন আটটা বছর । আজ এই বিশেষ দিনে নিজেদের রূপকথার মতো সুন্দর প্রেমকাহিনি শোনালেন অভিনেত্রী ।

"কোনও এক সময় বেবো নামে এক মেয়ে ছিল আর সইফু নামে এক ছেলে ছিল । তাঁরা দু'জনেই স্প্যাগেতি আর ওয়াইন পছন্দ করত । আর এভাবেই তাঁরা সুখে-শান্তিতে জীবন যাপন করতে লাগল", লিখেছেন করিনা ।

তাঁদের সম্পর্কটা যেন এক রূপকথার মতোই সুন্দর । আর তার কারণ স্প্যাগেতি আর ওয়াইন । মজা করে সুন্দর এই মেসেজটি শেয়ার করেছেন অভিনেত্রী । "শুভ বিবাহবার্ষিকী সইফ আলি খান পতৌদি...আজীবন এবং তারও পরে ।"...প্রিয় মানুষকে লিখেছেন করিনা ।

দেখে নিন তাঁর পোস্ট...

ABOUT THE AUTHOR

...view details