পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

এটাই চেয়েছিলেন করিনা... - করিনা কাপুরের খবর

এমনই একটা জীবন চেয়েছিলেন করিনা কাপুর খান, যেখানে সইফ আলি খানের মতো স্বামী আর তইমুর আলি খানের মতো সন্তান থাকবে তাঁর । এখন এটাই তাঁর জীবন, তাঁর পৃথিবী...

kareena kapoor throwback picture with Saif Ali Khan and taimur Ali Khan
kareena kapoor throwback picture with Saif Ali Khan and taimur Ali Khan

By

Published : Jul 23, 2020, 6:51 PM IST

মুম্বই : সম্প্রতি ইনস্টাগ্রাম জয়েন করেছেন করিনা কাপুর খান । আর তারপর থেকেই একের পর এক ছবি পোস্ট করে ফ্যানেদের তাক লাগিয়ে দেন অভিনেত্রী । নিজের ব্যক্তিগত জীবনের নানা ঝলক শেয়ার করেন তিনি ।

সম্প্রতি একটি থ্রোব্যাক ছবি শেয়ার করেছেন করিনা । কোনও লেকের ধারে সইফ আর তইমুরের সঙ্গে চুটিয়ে মজা করছেন তিনি । কোরোনা উত্তর পরিস্থিতিতে এমন সময় কাটানো তো সম্ভব নয়, তাই পুরোনো ছবি শেয়ার করেই দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছেন করিনা ।

ক্যাপশনটাও ভারি সুন্দর লিখেছেন তিনি । লিখেছেন, "আমি সবসময় যেমনটা চেয়ে এসেছি.." পাশে গ্লোবের একটা ইমোজিও শেয়ার করেছেন করিনা, যাতে বোঝা যায় যে সইফ আর তইমুরই তাঁর পৃথিবী ।

দেখে নিন করিনার পোস্ট..

করিনাকে শেষ দেখা গেছে 'আংরেজ়ি মিডিয়াম' ছবিতে । ইরফান খান অভিনীত শেষ ছবি ছিল সেটি । এছাড়া 'লাল সিং চড্ডা'-তে আমিরের বিপরীতে দেখা যাবে করিনাকে । তবে সেই ছবি কবে মুক্তি পাবে সেটা অজানা ।

ABOUT THE AUTHOR

...view details