হায়দরাবাদ : ফ্যাশন ডিজ়াইনার মণীশ মলহোত্রার পোশাকে ব়্যাম্প মাতালেন করিনা কাপুর খান ও কার্তিক আরিয়ান । ফ্যাশন শো-এর আয়োজন করা হয়েছিল হায়দরাবাদে ।
শো-তে উপস্থিত দর্শকদের চোখ আটকে ছিল কার্তিক ও করিনার দিকে । শো-এর অন্যতম আকর্ষণ ছিলেন তাঁরাই । সাদা এথনিক পোশাক পরেন করিনা ও কার্তিক দু'জনেই । আর পোশাকের সঙ্গে মানানসই জুয়েলারি পরেন করিনা ।
বহু বছর ধরেই মণীশ মলহোত্রার সঙ্গে যুক্ত রয়েছেন করিনা । সিনেমা থেকে শুরু করে অনুষ্ঠান সব জায়গাতেই মণীশের ডিজ়াইন করা পোশাক পরতে দেখা যায় তাঁকে । আর করিনার ব়্যাম্পে হাঁটার একটি ভিডিয়ো পোস্ট করে তার ক্যাপশনে সেকথাই লেখেন মণীশ ।
পাশাপাশি কার্তিকেরও একটি ভিডিয়ো শেয়ার করেন তিনি । তার ক্যাপশনে মণীশ লেখেন, "আমার সামার ওয়েডিং কালেকশন প্রকাশ্যে আনল কার্তিক আরিয়ান ও করিনা কাপুর খান ।"
করিনা ও কার্তিকের সঙ্গে তোলা অনুষ্ঠানের ছবিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন মণীশ ।
এর আগে 2018 সালে মণীশের ফ্যাশন শো-তে প্রথমবার করিনার সঙ্গে ব়্যাম্প মাতিয়ে ছিলেন কার্তিক । তার আয়োজন করা হয়েছিল সিঙ্গাপুরে । এদিকে ছোটো থেকেই কার্তিকের ক্রাশ ছিলেন করিনা । প্রথমবার করিনার সঙ্গে ব়্যাম্পে হাঁটার পর কার্তিক বলেছিলেন, "করিনা কমার্শিয়াল অভিনেত্রী । আমার মতো উনিও মেনস্ট্রিম সিনেমা দেখতে ও তাতে অভিনয় করতে পছন্দ করেন । আমার ছোটো থেকেই ওনার উপর ক্রাশ ছিল ।"
কাজের দিক থেকে শেষবার 'গুড নিউজ়' ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করেছিলেন করিনা । এখন আপাতত 'লাল সিং চাড্ডা'-র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি । অন্যদিকে, কিছুদিন আগে মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ানের 'পতি পত্নি অউর উয়ো'। আর 14 ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে তাঁর 'লাভ আজ কাল' ছবিটি ।