পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

পুরোনো ছবিতে তাজা স্মৃতি - করিশ্মা কাপুরের খবর

করিশ্মা কাপুরের শেয়ার করা একটি পুরোনো ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় । দাদু রাজ কাপুরের সঙ্গে সেই ছবিতে দেখা যাচ্ছে কয়েকটি নির্মল মুখ । দেখা যাচ্ছে করিশ্মা-করিনা-রণবীরের কোমল হাসি মুখগুলো । করিশ্মা লিখেছেন, "ফ্যামিলি ম্যাটার্স"..

karishma kapoor latest news
karishma kapoor latest news

By

Published : Apr 3, 2020, 5:20 PM IST

মুম্বই : সোশাল মিডিয়ায় মাঝে মাঝেই থ্রোব্যাক ছবি শেয়ার করেন করিশ্মা কাপুর । তাঁদের পরিবারের মানুষগুলো যে এক অপরের সঙ্গে কতটা কানেক্টেড তার একটা আভাস পাওয়া যায় সেই সমস্ত ছবিতে । সময় সামনের দিকে এগোলেও মন কিন্তু কখনও কখনও পশ্চাদগামী ।

ছবিটিতে রাজকাপুরের সঙ্গে দেখা যাচ্ছে করিনা কাপুর, করিশ্মা কাপুর, রণবীর কাপুর ও রণবীরের দিদি ঋদ্ধিমা কাপুরকে । ঋদ্ধিমাকে বাদ দিলে বাকি 3 জনই আজ ফ্যামিলি ট্রেডিশনকে এগিয়ে নিয়ে গেছেন সাফল্যের সঙ্গে, ভালো লাগার সঙ্গে ।

রাজ কাপুরের পাশে তাঁর স্ত্রী কৃষ্ণা রাজ কাপুরকেও দেখা যাচ্ছে হাসিমুখে । দাদু-ঠাকুমা আজ নেই ঠিকই, তবে কাপুর পরিবারের অ্যালবামে যত্ন করে রাখা তাঁদের অস্তিত্বের মুহূর্তগুলো ।

করিশ্মার শেয়ার করা ছবিটি শেয়ার করেছেন বোন করিনাও । লিখেছেন, "কাপুর পরিবারের OG পোজ়ার কে সেটা বোঝাই যাচ্ছে ।" এই OG শব্দের অর্থ অরিজিনাল গ্যাংস্টার, করিনার ইঙ্গিত যে রাজ কাপুরের দিকে সেটা বুঝতে খুব একটা অসুবিধা হবে না । কারণ বলিউডের মতো. কাপুর ফ্যামিলিরও যোগ্য় শো-ম্যান ছিলেন রাজ কাপুর ।

এই থ্রোব্য়াক ছবিতে আবার হার্ট ইমোজি দিয়েছেন রণবীরের রিউমর্ড গার্লফ্রেন্ড আলিয়া ভাটও । দেখে নিন পোস্টটি...

ABOUT THE AUTHOR

...view details