মুম্বই : আজ সোহা আলি খানের জন্মদিন । সোশাল মিডিয়ায় সকাল থেকেই তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন পরিবার-পরিজন-বন্ধুরা । তার মধ্যে রয়েছেন বৌদি করিনা কাপুর খানও । তিনিও একটি থ্রোব্যাক ছবি শেয়ার করে সোহাকে শুভেচ্ছা জানালেন ।
সাদা-কালো ছবিতে রয়েছেন করিনা আর সোহা । তবে তাঁরা একা নন, করিনার কোলে ছোট্ট তইমুর আর সোহার কোলে মিষ্টি ইনায়া । দেখলেই বোঝা যায় যে, ছবিটা পুরোনো । তবে সেই জন্য ছবির অ্যাপিল নষ্ট হয়নি কোনওভাবে ।
ক্যাপশনে করিনা তাঁর ননদ সোহাকে "মজাদার, কুল, বুদ্ধিমতী, ব্রাইট, রসিক, স্নেহশীল,"-এর মতো একাধিক কম্প্লিমেন্টে ভরিয়ে দিয়েছেন । সোহাই যে খান পরিবারের স্তম্ভ সেটাও মনে করিয়ে দিয়েছেন করিনা ।