মুম্বই : সময়ের প্রবাহে জীবনে আকাশ-পাতাল পরিবর্তন হয়ে যায় । আজকে যেটা সত্যি, সেটাই কাল মিথ্যে হয়ে যাবে । আজকের বলা কথা কালকে হাস্যকর মনে হবে । এটাই জীবন । একটা সময় ছিল যখন করিনা কাপুর ডেট করতে চেয়েছিলেন রাহুল গান্ধিকে ।
এক বিখ্যাত চ্যাট শোয়ে করিনাকে প্রশ্ন করা হয় যে, তিনি কাকে ডেট করতে চান । উত্তরে অভিনেত্রী বলেন, "আমি জানি না এটা বলা উচিত হবে কিনা, তবে আমি রাহুল গান্ধিকে ভালোভাবে চিনতে চাই ।"