পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

করিনার সঙ্গে রোম্যান্টিক ডে আউট, ঘুমিয়ে পড়লেন সইফ ? - করিনা কাপুরের খবর

সইফের সঙ্গে একটা রোম্য়ান্টিক ছবি শেয়ার করলেন করিনা কাপুর । তবে ক্যাপশন, নট সো রোম্যান্টিক...

kareena kapoor shares adorable pictures with Saif Ali Khan
kareena kapoor shares adorable pictures with Saif Ali Khan

By

Published : Apr 24, 2020, 4:58 PM IST

মুম্বই : সইফ আলি খান বইপোকা । এ কথা সবাই জানেন । ঘরের কোণে বসে নিরালায় বই পড়া তাঁর খুব পছন্দের কাজ । পার্টি করা, ছবি তোলা বা হইহুল্লোড় করা খুব একটা পছন্দের নয় তাঁর, এ কথা আগে নিজেই জানিয়েছেন অভিনেতা । তাই বলে স্ত্রীয়ের সঙ্গে রোম্যান্টিক ডে আউটে গিয়ে ঘুমিয়ে পড়লেন সইফ ?

করিনার সাম্প্রতিক ছবিতে সেই দৃশ্যই ফুটে উঠল । সবুজ মাঠে বুকে বই আঁকড়ে ঘুমিয়ে রয়েছেন সইফ । আর পাশে করিনা সিদ্ধান্ত নিতে পারছেন না তিনি আসলে কী করতে চান ।

প্রথম ছবিতে করিনা হাসিমুখে শুয়ে রয়েছেন সইফের পাশে । তবে পরের ছবিতে এলো চুলে তিনি বসে রয়েছেন চুপ করে । কিছুটা হতাশ যেন । সইফ কিন্তু একই ভাবে শুয়ে, কোনও সাড়াশব্দ নেই ।

ক্যাপশনটিও ভারি মজার দিয়েছেন করিনা । লিখেছেন, "প্রেমে পড়া নয়, ঘুমিয়ে পড়া.." দেখে নিন সেই ছবি

ABOUT THE AUTHOR

...view details