মুম্বই : সইফ আলি খান বইপোকা । এ কথা সবাই জানেন । ঘরের কোণে বসে নিরালায় বই পড়া তাঁর খুব পছন্দের কাজ । পার্টি করা, ছবি তোলা বা হইহুল্লোড় করা খুব একটা পছন্দের নয় তাঁর, এ কথা আগে নিজেই জানিয়েছেন অভিনেতা । তাই বলে স্ত্রীয়ের সঙ্গে রোম্যান্টিক ডে আউটে গিয়ে ঘুমিয়ে পড়লেন সইফ ?
করিনার সাম্প্রতিক ছবিতে সেই দৃশ্যই ফুটে উঠল । সবুজ মাঠে বুকে বই আঁকড়ে ঘুমিয়ে রয়েছেন সইফ । আর পাশে করিনা সিদ্ধান্ত নিতে পারছেন না তিনি আসলে কী করতে চান ।