পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ধর্মশালা সফরে করিনা ও তইমুরের ফোটোগ্রাফার অর্জুন - অর্জুন কাপুর

মাঝে মধ্যেই করিনা, তইমুর ও সইফের ছবি ক্যামেরাবন্দী করতে দেখা যাচ্ছে অর্জুনকে । সম্প্রতি তইমুরের ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার ছবি ক্যামেরাবন্দী করেন তিনি । সেখানে এক প্লেট ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে বসে খেতে দেখা গিয়েছে তইমুরকে ।

sdf
sd

By

Published : Nov 20, 2020, 9:58 AM IST

মুম্বই : 'ভূত পুলিশ'-এর শুটিংয়ের জন্য এই মুহূর্তে ধর্মশালায় রয়েছেন সইফ আলি খান ও অর্জুন কাপুর । আর দিওয়ালি উপলক্ষ্যে সম্প্রতি তইমুরকে নিয়ে সেখানে হাজির হন করিনা কাপুর খান ও মালাইকা অরোরা । এদিকে শুটিংয়ের ফাঁকে একসঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে তাঁদের । আর এই সময় করিনা ও তইমুরের অফিসিয়াল ফোটোগ্রাফার হয়ে উঠেছেন অর্জুন ।

মাঝে মধ্যেই করিনা, তইমুর ও সইফের ছবি ক্যামেরাবন্দী করতে দেখা যাচ্ছে অর্জুনকে । সম্প্রতি তইমুরের ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার ছবি ক্যামেরাবন্দী করেন তিনি । সেখানে এক প্লেট ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে বসে খেতে দেখা গিয়েছে তইমুরকে ।

আর এই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন করিনা । ছবির ক্যাপশনে লেখেন, "ফ্রেঞ্চ ফ্রাই চাই ? ধন্যবাদ অর্জুন কাপুর আমাদের অফিসিয়াল ফোটোগ্রাফার হওয়ার জন্য ।"

এর আগেও পাহাড়ি রাস্তা দিয়ে স্বামী ও পুত্রের সঙ্গে হাঁটতে দেখা গিয়েছিল বেবোকে । আর সেই ছবি পিছন থেকে তুলেছিলেন অর্জুন ।

হরর কমেডি ছবি 'ভূত পুলিশ'-এ সইফ ও অর্জুন ছাড়াও রয়েছেন ইয়ামি গৌতম ও জ্যাকলিন ফার্নান্ডেজ় । ছবিটি পরিচালনা করছেন পবন কৃপালানি ।

ABOUT THE AUTHOR

...view details