পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সইফের থেকে কোয়ারেন্টাইন গিফ্ট পেলেন করিনা, কী জানেন ? - সইফ আলি খানের খবর

সইফ আলির থেকে একঝাঁক ফুল উপহার পেলেন করিনা কাপুর । তবে কোয়ারেন্টাইন স্টাইলে ।

kareena kapoor and saif ali khan latest news
kareena kapoor and saif ali khan latest news

By

Published : Apr 19, 2020, 1:06 PM IST

মুম্বই : কোয়ারেন্টাইনে করিনাকে ফুল উপহার দিতে চেয়েছিলেন সইফ । তবে এখন তো লকডাউন । ফুল পাবেন কোথায় ? আইডিয়া দিলেন করিনাই ।

বারান্দার দেওয়ালে রং তুলি দিয়ে ফুল এঁকে দিলেন সইফ । আর সেটাই করিনার কোয়ারেন্টাইন গিফ্ট । ছবি শেয়ার করেছেন অভিনেত্রী ।

সেখানে সইফকে দেখা যাচ্ছে মন দিয়ে ফুল আঁকতে । করিনা লিখেছেন, "যখন সইফ আমায় ফুল দেবে বলল, আমার মাথায় একটা অন্য আইডিয়া এল । কোয়ারেন্টাইন গিফ্ট এমনই হয় ।"

শুধু সইফ নয়, রং-তুলিতে মজেছে ছোট্ট তইমুরও । খালি গায়ে একটা লাল শর্টস পরে সে দেওয়াল ভরিয়ে দিচ্ছে রঙে । ছবিটি শেয়ার করে করিনা লিখেছেন, "যদি কোনও দেওয়াল তোমার সৃষ্টিশীলতাকে আটকে রাখে তাহলে সেই দেওয়ালটাকেও রং করে দাও ।"

যদিও করিনা বুঝতে পারছিলেন না যে তইমুর ঠিক কী আঁকতে চলেছে । সেই সময় করিনার অভিব্যক্তি অনেকটা এমনই ছিল..

ABOUT THE AUTHOR

...view details