মুম্বই : ইনস্টাগ্রাম জয়েন করার পর থেকে সেখানে বেশ অ্যাক্টিভ করিনা কাপুর খান । এরই মধ্যে তাঁর ফলোয়ার সংখ্যা ছাড়িয়েছে পাঁচ মিলিয়ন । তবে তাঁর প্রোফাইলেন একমাত্র আকর্ষণ তিনি একা নন ।
জন্মের পর থেকেই লাইমলাইটে থেকেছে করিনার ছেলে তইমুর আলি খান । বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার জনপ্রিয়তাও বেড়েছে । করিনার সোশাল মিডিয়া পোস্টে মাঝেমধ্যেই জায়গা করে নেয় ছোট্ট তইমুর ।