মুম্বই, 22 জুন : সোমবার গোটা বিশ্বে পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস ৷ নিজের বাড়িতে বসেই যোগ-প্রাণায়ামে মন দিলেন বলিউড অভিনেতা সইফ আলি খান ও নবাব পুত্র তৈমুর ৷ বাবা-ছেলের সেই যোগাসনের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান ৷
গতকালের ওই ছবি করিনা শেয়ার করার সঙ্গে সঙ্গে লেখেন, " আন্তর্জাতিক যোগ দিবস (#InternationalYogaDay) পালন করছেন স্বামী ও ছেলে... আমরা সর্বদাই একে অপরকে অনুপ্রাণিত করি । কারণ, অনুপ্রেরণা শুরু হয় ঘর থেকেই (#inspirationstartsathome) ৷"