মুম্বই : একটা সময় মনে করা হত যে, অভিনেত্রীরা বিয়ে করলে তাদের ক্যারিয়ার শেষ । এখন শুধু বিয়ে নয়, বাচ্চার জন্ম দেওয়াটাও অভিনেত্রীদের কাছে কোনও প্রতিবন্ধকতা নয় । উদাহরণ করিনা কাপুর খান ।
এই নিয়ে দ্বিতীয়বার মা হচ্ছেন করিনা । প্রথম সন্তান তইমুর হওয়ার সময় বেবি বাম্প নিয়ে ব়্যাম্পে হেঁটে সাড়া জাগিয়েছিলেন তিনি । আর এবার তো তিনি প্রেগনেন্সি নিয়ে শুটিংয়ের কাজ করে যাচ্ছেন ।
ফ্যাশন উইকে করিনা, পেটে তখন তইমুর করিনার সঞ্চালনায় একটি টক শো হয় ওটিটি প্ল্যাটফর্মে । সেটার শুট করতে নিয়মিত স্টুডিয়ো যাচ্ছেন অভিনেত্রী । এছাড়াও বিজ্ঞাপনের শুটিং রয়েছে । তারপরেও চনমনে করিনা ।
ইনস্টাগ্রামে একটি বুমেরাং ভিডিয়ো শেয়ার করেছেন করিনা । ক্যাপশনে লিখেছেন, "9 মাস...প্রতিদিন আরও শক্তিশালী হয়ে উঠছি ।#NotGivingUp" । করিনার এই পোস্ট দেখে অনুপ্রেরণা পাবেন অনেক হবু মা-রা ।
দেখে নিন...