মুম্বই : সম্পর্কে সইফের আগের পক্ষের মেয়ে হলেও সারার সঙ্গে বন্ধুর মতো মেশেন করিনা কাপুর খান । সারাও বেশ সহজ করিনার সঙ্গে । তাঁদের ভাষায় 'মডার্ন ফ্যামিলি' এমনই হওয়া উচিত । তাই সারার জন্মদিনে সইফের সঙ্গে তাঁর একটি মিষ্টি থ্রোব্যাক ছবি শেয়ার করলেন করিনা ।
ছোট্ট সারা সইফের কোলে বসে মুখে ঢুকিয়ে দিচ্ছে খাবারের টুকরো । সইফও মেয়ের হাত থেকে মুখে তুলে নিচ্ছেন সেই খাবার ।