মুম্বই : বলিউডের গুড লুকিং অভিনেতাদের মধ্যে সইফ আলি খান অন্যতম । এছাড়াও তিনি একজন নবাব । এতকিছু হওয়া সত্ত্বেও তাঁর প্রস্তাব দু'বার ফিরিয়ে দিয়েছিলেন করিনা কাপুর । অবাক লাগলেও এটাই সত্যি । আর সেকথা নিজের মুখের শেয়ার করেছেন তিনি ।
'তশন' সিনেমার শুটিং করছিলেন সইফ ও করিনা দু'জনেই । সেখানেই প্রথমবার করিনাকে বিয়ের প্রস্তাব দেন সইফ । এরপর আরও একবার প্রস্তাব দিয়েছিলেন তিনি । কিন্তু, তা নাকচ করে দেন করিনা । আসলে সইফকে সঠিকভাবে চিনতেন না তিনি । তাই বিয়ের মতো একটা বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছুটা সময় নিয়েছিলেন ।
সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় করিনা বলেন, "সইফ আমাকে বলেছিল যে আমাদের বিয়ে করা উচিত । গ্রিস ও লাদাখ দু'জায়গাতেই আমাকে বিয়ের কথা বলেছিল । আর আমি দু'বারই বলেছিলাম, আমি যেহেতু তোমাকে চিনি না তাই এ বিষয়ে কিছু বলতে পারব না । আসলে আমি সরাসরি না বলিনি । তাকে ভালোভাবে চিনতে চেয়েছিলাম ।"