পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কোন অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ করিনা? - Web Series

কথায় বলে মেয়েরা নাকি মেয়েদের প্রশংসা করতে পারেন না। এই মিথটা ভাঙলেন করিনা কাপুর খান। নিজে একজন অভিনেত্রী হয়ে অন্য এক অভিনেত্রীর ভূয়সী প্রশংসা করলেন তিনি।

করিনা কাপুর খান

By

Published : Jun 2, 2019, 12:42 PM IST

মুম্বই : বলিউডের অন্যতম সফল অভিনেত্রী করিনা কাপুর খান। যে কোনও চরিত্রেই তিনি সাবলীল। তবে একটা চরিত্রে তিনি এগিয়ে রাখলেন অভিনেত্রী শেফালী শাহকে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে করিনা বলেন, "অনেকের ধারণা রয়েছে যে, ৪০ বছরের পর যে কোনও অভিনেত্রীকে টেলিভিশনে কাজ করতে হবে। তবে এটা একটা ছোটো মনের পরিচয়। শেফালী শাহ 'দিল্লি ক্রাইম'-এর মতো শো করেছেন। আমার মনে হয় আমার দেখা অন্যতম সেরা অভিনয় সেটা।"

'দিল্লি ক্রাইম'-এ শেফালী শাহ

তিনি আরও বলেন, "আমার মনে হয় যে কোনও টপ বলিউড অভিনেত্রীকে টেক্কা দিতে পারবে শেফালী শাহের অভিনয়। শেফালী বিবাহিত, দুই সন্তানের মা। তারপরও তাঁর শো আজ সবাই দেখছে।"

ওয়েব সিরিজ় 'দিল্লি ক্রাইম' সত্যিই সাড়া ফেলে দিয়েছে দেশ জুড়ে। দিল্লি নির্ভয়া কাণ্ডকে তুলে ধরেছে এই ওয়েব সিরিজ়। সেই ভয়াবহ ঘটনার কাঠিন্যকে ফুটিয়ে তুলতে পেরেছে এই ওয়েব সিরিজ়, মত দর্শকের। তবে সবথেকে বেশি নজর কেড়েছেন ঘটনার তদন্তকারী পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করা শেফালী শাহ।

ABOUT THE AUTHOR

...view details