মুম্বই : মা হতে চলেছেন কালকি । তিনি ৬ মাসের প্রেগন্যান্ট । আর তাঁর বেবি বাম্প দেখে অবাক হয়ে এই মন্তব্যই করেছেন করিনা কাপুর খান ।
প্রেগন্যান্ট অবস্থায় সব কাজই করেছেন করিনা । মিডিয়া এমনকী, কারও থেকেই বিষয়টি লুকিয়ে রাখেননি । কিছুদিনের জন্য অভিনয় জগত থেকে দূরে থাকলেও বিভিন্ন সংস্থার জন্য ফোটো শুট করেছেন তিনি । গতে বাঁধা সব নিয়মকে ভেঙে দিয়েছিলেন । ২০১৬ সালে তৈমুরের জন্ম দেন তিনি ।
সম্প্রতি একটি অনুষ্ঠানে কালকির সঙ্গে দেখা হয় করিনার । কালকির বেবি বাম্প দেখে অবাক হয়ে যান তিনি । বলেন, "তোমার বেবি বাম্প খুবই ছোটো । আমি যখন ৬ মাসের প্রেগন্যান্ট ছিলাম তখন গোরুর মতো দেখতে লাগত আমাকে ।"