মুম্বই : সইফ আলি খানের সঙ্গে 2012 সালে সাত পাকে বাঁধা পড়েন করিনা কাপুর খান । বেশ কয়েক বছর ধরে প্রেম করার পরই বিয়ে করেন । তবে তাঁদের সম্পর্কের কথা প্রথম থেকেই জানতেন শুধুমাত্র অক্ষয় কুমার । তবুও কখনও সেকথা প্রকাশ্যে আনেনি তিনি ।
'তশন' ছবিতে অভিনয় করছিলেন করিনা, অক্ষয় ও সইফ । সেই ছবির সেট থেকেই শুরু হয় সইফ-করিনার সম্পর্ক । সেখানেই করিনাকে প্রথমবার বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সইফ । যদিও প্রথমদিকে তা ফিরিয়ে দিয়েছিলেন করিনা । আসলে তখন সইফকে সঠিকভাবে চিনতেন না তিনি । সেই কারণেই ফিরিয়ে দেন প্রস্তাব । তারপরের কথা অবশ্য আমাদের সবারই জানা । আর এই গোটা বিষয়ের কথা আগে থেকেই জানতেন একমাত্র অক্ষয় কুমার ।