পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সইফ-করিনার সম্পর্কের কথা একমাত্র জানতেন অক্ষয় - সইফ আলি খান

প্রথম থেকেই সইফ ও করিনার সম্পর্কের কথা একমাত্র জানতেন অক্ষয় কুমার । সম্প্রতি একটি সাক্ষাৎকারে গিয়ে একথা বলেন করিনা নিজেই ।

g
h

By

Published : Dec 9, 2019, 7:07 PM IST

মুম্বই : সইফ আলি খানের সঙ্গে 2012 সালে সাত পাকে বাঁধা পড়েন করিনা কাপুর খান । বেশ কয়েক বছর ধরে প্রেম করার পরই বিয়ে করেন । তবে তাঁদের সম্পর্কের কথা প্রথম থেকেই জানতেন শুধুমাত্র অক্ষয় কুমার । তবুও কখনও সেকথা প্রকাশ্যে আনেনি তিনি ।

'তশন' ছবিতে অভিনয় করছিলেন করিনা, অক্ষয় ও সইফ । সেই ছবির সেট থেকেই শুরু হয় সইফ-করিনার সম্পর্ক । সেখানেই করিনাকে প্রথমবার বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সইফ । যদিও প্রথমদিকে তা ফিরিয়ে দিয়েছিলেন করিনা । আসলে তখন সইফকে সঠিকভাবে চিনতেন না তিনি । সেই কারণেই ফিরিয়ে দেন প্রস্তাব । তারপরের কথা অবশ্য আমাদের সবারই জানা । আর এই গোটা বিষয়ের কথা আগে থেকেই জানতেন একমাত্র অক্ষয় কুমার ।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে অক্ষয় বলেন, "তশন-ছবির সেট থেকেই সব কিছু শুরু হয়েছিল ।" এরপর করিনা বলেন, "এটা একেবারেই সত্যি কথা । অক্ষয় প্রথম মানুষ যে আমার ও সইফের সম্পর্কের কথা জানত । আর সেটাকে গোপন রেখে ও খুব ভালো কাজ করেছে । ও খুব ভালো বন্ধু ।" এই কথা শোনা মাত্রই অক্ষয় মজা করে বলেন, "আসলে আমার ঘরটা সইফের ঘরের পাশেই ছিল ।"

'গুড নিউজ়' ছবিতে ফের একসঙ্গে কাজ করছেন সইফ ও করিনা । এছাড়াও রয়েছেন দলজিৎ দোসাঞ্জ ও কিয়ারা আদবানি । দুই দম্পতির বাবা-মা হওয়ার গল্প তুলে ধরা হয়েছে ছবিতে । কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার । সব ঠিক থাকলে 27 ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি ।

ABOUT THE AUTHOR

...view details