পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

দ্বিতীয় সন্তানের জন্য 'স্বপ্নের বাড়ি' সাজাচ্ছেন করিনা

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা । তারপরই দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন করিনা । আর তার জন্যই এখন থেকে ঘর সাজাতে ব্যস্ত রয়েছেন তিনি ।

asd
asd

By

Published : Jan 3, 2021, 3:01 PM IST

মুম্বই : আর কয়েকদিনের মধ্যেই নতুন অতিথি আসবে তাঁদের পরিবারে । আর তার জন্যই 'ড্রিম হোম'-কে সাজাতে ব্যস্ত রয়েছেন করিনা কাপুর খান । ইনস্টাগ্রাম স্টোরিতে সেই মুহূর্তের ছবি পোস্ট করেন তিনি ।

ছবিতে একটি কালো রঙের পোশাক পরতে দেখা গিয়েছে করিনাকে । আর এক মহিলার পাশে দাঁড়িয়ে রয়েছেন । সিলিংয়ের দিকে আঙুল দিয়ে তাঁকে কিছু দেখাচ্ছেন তিনি । করিনা ছাড়া ওই ছবিতে থাকা সবাইকেই মাস্ক পরে থাকতে দেখা গিয়েছে ।

তবে ছবিতে বাড়ির খুব বেশি অংশ দেখতে পাওয়া যায়নি । শুধুমাত্র কাঁজের দরজা, সিলিংয়ে ঝুলন্ত সৌখিন আলো ও বইয়ের তাক দেখা গিয়েছে । বাড়ি সাজানোর এই কাজটি করছেন ডিজ়াইনার দর্শিনী । ছবির উপর করিনা লেখেন, "ড্রিম হোম"। অর্থাৎ স্বপ্নের বাড়ি ।

ইনস্টাগ্রাম স্টোরিতে করিনার পোস্ট করা ফোটো

দ্বিতীয়বার করিনার গর্ভবতী হওয়ার খবর গত বছর 12 অগাস্ট ঘোষণা করা হয়েছিল । যদিও জুলাই থেকেই বাড়ির সাজানোর কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন এই তারকা দম্পতি । এ প্রসঙ্গে সইফ আলি খান বলেছিলেন, "আমাদের নতুন বাড়ি সাজানোর কাজ চলছে । কাজ কেমন চলছে তা দেখার জন্য আমাকে ছোটাছুটি করতে হচ্ছে ।"

লকডাউনটা পরিবারের সঙ্গেই কাটিয়েছিলেন করিনা ও সইফ । তবে গোটা পরিবার ওই সময়টা তাঁদের পাশে থাকলেও কাছে ছিলেন না মা শর্মিলা ঠাকুর । কারণ লকডাউনের আগেই দিল্লিতে গিয়েছিলেন তিনি । আর লকডাউন জারি হওয়ার ফলে সেখানেই আটকে পড়েছিলেন ।

ABOUT THE AUTHOR

...view details