পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

শুটিং ফ্লোরে মেকআপ আর্টিস্টের জন্মদিন পালন করিনার

'লাল সিং চাড্ডা'-র শুটিং ফ্লোরে মেকআপ আর্টিস্ট পম্পি হান্সের জন্মদিন পালন করলেন করিনা । সোশাল মিডিয়ায় শেয়ার করা হয় সেই ছবিও ।

ংমন
নু

By

Published : Feb 12, 2020, 1:15 PM IST

মুম্বই : কাছের মানুষদের খুশি করতে ভালোই জানেন করিনা কাপুর খান । কবে তাঁদের জন্মদিন রয়েছে সেটা একটা জায়গায় লিখে রাখেন তিনি । আর সেভাবেই তিনি পালন করলেন মেকআপ আর্টিস্ট পম্পি হান্সের জন্মদিন ।

আপকামিং ছবি 'লাল সিং চাড্ডা'-র শুটিং নিয়ে এখন খুবই ব্যস্ত করিনা । সেখানে আমির খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন । আর শুটিং ফ্লোরের মধ্যেই পম্পির জন্মদিন পালন করেন তিনি । কেক কেটে, গান গেয়ে একে অপরকে কেক খাইয়ে দেন তাঁরা ।

ইনস্টাগ্রামে জন্মদিন পালনের একাধিক ছবি শেয়ার করা হয়েছে । একটি ভিডিয়ো শেয়ার করেন করিনা । যেখানে কেক কাটছেন পম্পি । আর উপস্থিত সবাই গান গেয়ে তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন । রয়েছেন করিনাও । এরপর কেক কেটে সবাইকে খাইয়ে দেন পম্পি ।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে আরও একটি ছবি শেয়ার করেছিলেন করিনা । সেখানে 'লাল সিং চাড্ডা' টিমের সবার সঙ্গে বসে থাকতে দেখা গিয়েছিল তাঁকে । আর তাঁদের মাঝে ছিল একটি রুম হিটার ।

'3 ইডিয়টস' ছবিতে আমিরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন করিনা । তখন তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি মন জয় করেছিল দর্শকদের । তারপর ফের এই ছবিতে একসঙ্গে দেখা যাবে তাঁদের । এবার তাঁদের কেমিস্ট্রি দর্শকদের মন জয় করতে পারে কি না সেটাই দেখার ।

'লাল সিং চাড্ডা' আসলে 1994 সালে মুক্তি পাওয়া হলিউড ছবি ফরেস্ট গাম্পের রিমেক । সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন টম হ্যাঙ্কস । গোটা দেশেই বেশ ভালো চলেছিল ছবিটি । আর সেই আইকনিক চরিত্রে অভিনয় করছেন আমির । ইতিমধ্যেই হিমাচল প্রদেশ, জয়সালমির ও কলকাতায় শুটিং সেরেছেন তিনি । সব ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাবে ছবিটি ।

ABOUT THE AUTHOR

...view details