মুম্বই : একটা সময় ছিল যখন ইচ্ছে করলেই বান্ধবীদের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারতেন করিনা কাপুর খান । যেখানে খুশি যেতে পারতেন তাঁরা । ছিল না কোনও বাধা । কিন্তু, এখন সেসব যেন গল্প কথারই সমান । এখন কারও সঙ্গে দেখা করা তো দূর । বাড়ির বাইরে পা রাখতে গেলেই দু'বার ভাবনা চিন্তা করতে হচ্ছে তাঁদের । আর তাই লকডাউনের মধ্যে গৃহবন্দী হয়ে বান্ধবীদের খুবই মিস করছেন করিনা ।
সম্প্রতি সোশাল মিডিয়ায় বান্ধবীদের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেছেন করিনা । সেখানে রয়েছেন তাঁর দিদি করিশ্মা কাপুর, মালাইকা অরোরা ও অমৃতা অরোরা । ছবিতে কালো পোশাকে দেখা গিয়েছে করিনাকে । মালাইকা আর অমৃতার পরনে ওয়ান পিস ও পিঙ্ক ফ্লোরাল টপের সঙ্গে টিমআপ করে কালো ট্রাউজ়ার পরতে দেখা গিয়েছে করিশ্মাকে । একসঙ্গে হেঁটে কোথাও যাচ্ছেন তাঁরা ।
বেশিরভাগ সময় একই সঙ্গে দেখা যেত তাঁদের । সে কোথাও ঘুরতে যাওয়া হোক, শপিং হোক বা ওয়ার্ক আউট । অনেক সময় সেগুলি একসঙ্গেই করতেন তাঁরা । ছবিটি পোস্ট করে তার ক্যাপশনে করিনা লেখেন, "আমার বান্ধবীদের থেকে কোনওভাবেই দূরে থাকতে পারছি না ।"
তবে শুধু করিনাই নন । কিছুদিন আগে নিজের মন খারাপের কথা এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শেয়ার করেছিলেন করিশ্মাও । বলেছিলেন, লকডাউনের জেরে কোথাও যেতে পারছেন না তিনি । একটা সময় ইচ্ছে করলেই বাবা-মা, করিনা ও তইমুরের সঙ্গে দেখা করতে পারতেন । কিন্তু, এখন লকডাউনের জেরে ঘরবন্দী তিনি । তাই ইচ্ছে করলেও তাঁদের সঙ্গে দেখা করতে পারছেন না ।
তবে শুধু করিনা বা করিশ্মাই নন । লকডাউনের জেরে বাড়িতে বসে রয়েছেন সবাই । এখন স্বাভাবিক জীবনের ছন্দটাই যেন কোথাও হারিয়ে গিয়েছে । তাই এই সময় শুধুই স্মৃতির সরণি দিয়ে হাঁটছেন একাধিক তারকা । স্মৃতিচারণা করে সোশাল মিডিয়ায় একাধিক পোস্ট করছেন তাঁরা ।