মুম্বই : অভিনেত্রী ও সঞ্চালিকার পর এবার নতুন ভূমিকায় দেখা গেল করিনা কাপুর খানকে । বই লিখলেন তিনি । হবু মায়েদের জন্য লেখা তাঁর বইয়ের নাম 'করিনা কাপুর খান'স প্রেগন্যান্সি বাইবেল'। আর তইমুরের চার বছরের জন্মদিনেই বইয়ের কথা ঘোষণা করলেন তিনি ।
ইনস্টাগ্রামে একটি বইয়ের কভারটি শেয়ার করেন করিনা । সেখানে তাঁর কার্টুন অবয়ব তুলে ধরা হয়েছে । আর তার ক্যাপশনে লেখেন, "হবু মায়েদের জন্য আমার নতুন বই 'করিনা কাপুর খান'স প্রেগন্যান্সি বাইবেল' ঘোষণা করার জন্য আজকের দিনটি একেবারে সঠিক । এই বইতে মর্নিং সিকনেস থেকে শুরু করে হবু মায়েদের ডায়েট, ফিটনেস সব কিছু নিয়েই কথা বলব । বইটি আপনাদের পড়ার অপেক্ষায় আছি । 2021 সালে জাগারনাট বুকস প্রকাশনা এই বই প্রকাশ করবে ।"