পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

করিনার রেডিয়ো শোয়ে অতিথি সারা - করিনা কাপুর খান

করিনা কাপুর খানের রেডিয়ো শোয়ে এবারের অতিথি সারা আলি খান । নিজের শোয়ে সারাকে জড়িয়ে ধরে ওয়েলকাম করেন স্টেপ মাদার করিনা । ইনস্টাগ্রামে কয়েকটি ছবিও পোস্ট করেন করিনা ।

Sara Ali Khan in kareena Kapoor's show
Sara Ali Khan in kareena Kapoor's show

By

Published : Feb 1, 2020, 6:12 PM IST

মুম্বই : বলিউড ডিভা করিনা কাপুর খানের জনপ্রিয় রেডিয়ো শোয়ে অতিথি হয়ে এলেন সারা আলি খান । 'হোয়াট ওম্যান ওয়ান্ট' নামক সেই শো আজকের মহিলাদের বিভিন্ন সমস্যাকে অ্যাড্রেস করে । শুধু তাই নয় আজকের নারীরা কতটা এম্পাওয়ার্ড, সেটাও তুলে ধরা এই শোয়ের মাধ্য়মে ।

সারা আলি খানের সঙ্গেও করিনা কাপুরের তেমনই একটি হার্ট টু হার্ট কথোপকথন হয় ।

প্রতিবারের মতো এবারেও নিজেদের সেরা ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে ক্যামেরায় ধরা দিলেন সারা-করিনা । করিনাকে এদিন একটি গোলাপি আউটফিটে দেখা গেল । হালকা মেকআপে সবসময়েই নজর কাড়া করিনা । অন্যদিকে পার্পল সিকুইন স্কার্ট ও নীল স্ট্রাইপড শার্টে সারাকে দারুণ স্মার্ট লাগছিল ।

করিনা একটি বুমেরাংও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে । সেখানে ফ্যানেদের সঙ্গে ইন্ট্রোডিউস করছেন তাঁর নতুন গেস্টকে ।

শোয়ের শুটিং শেষে পাপারাৎজ়িদের ক্যামেরায় ধরা দিলেন করিনা-সারা । সেখানে তাঁদের কেমিস্ট্রি দেখে মুগ্ধ ফ্যানেরা । তাঁদের মধ্যে যে একটা ভালো বন্ধুত্ব রয়েছে, সেটা হাবেভাবেই বুঝিয়ে দিয়েছেন তাঁরা ।

এর আগে করিনার এই শোয়ে এসেছিলেন শর্মিলা ঠাকুর । সেদিক থেকে দেখতে গেলে সারা হলেন পতৌদি পরিবারের দ্বিতীয় আমন্ত্রিত ।

দেখে নিন ভিডিয়ো

ABOUT THE AUTHOR

...view details