পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"তোমায় বুড়ো লাগছে", করণকে ফের অস্বস্তিতে ফেলল রুহি - করণ জোহরের খবর

ছেলে-মেয়েকে সোশাল মিডিয়ার সামনে আনলেই করণকে অস্বস্তিতে ফেলছে তারা । করণের পোশাক, করণের গান গাওয়া, করণের ফিল্ম, সবকিছু নিয়েই অবলীলায় নিজেদের অপছন্দ প্রকাশ করছে যশ-রুহি ।

karan johar old
karan johar old

By

Published : Apr 23, 2020, 5:59 PM IST

মুম্বই : লকডাউনের মধ্যে চুল রং করবেন কী করে করণ ? তাই পাকা চুল সামনে আসতে শুরু করেছে । আর সেটাই অপছন্দ হচ্ছে রুহির । মুখের উপর সে বলে দিল, "তোমায় বুড়ো লাগছে" ।

করণ একটি ভিডিয়ো শেয়ার করেছেন ইনস্টাগ্রামে । সেখানে যশ আর রুহি ঘোরাঘুরি করছে তাঁর ক্লোজ়েটে । হঠাৎ করেই রুহি বলে ওঠে, "তোমার চুল সাদা হয়ে গেছে, তোমায় বুড়ো লাগছে.."

করণের ক্লোজ়েটে

স্বাভাবিকভাবেই অপ্রস্তুত করণ । তিনি বললেন, "আমি চুল রং করাবো কী করে ? এখন তো লকডাউন । আমি বেরোতে পারব না ।"

সঙ্গে সঙ্গে রুহির প্রশ্ন, "তুমি কোরোনা ভাইরাসের জন্য বেরোতে পারবে না ?" চারপাশের পরিস্থিতি নিয়ে করণ যে ছেলেমেয়েকে ভালোই শিক্ষা দিচ্ছেন তা বোঝা গেল ।

আর এদিকে যশ দু'টো শার্ট নিয়ে নাকি লন্ডনের উদ্দেশে রওনা দিচ্ছে । সব মিলিয়ে পাগল পাগল অবস্থা বাবা করণের । দেখে নিন ভিডিয়ো...

ABOUT THE AUTHOR

...view details