মুম্বই : লকডাউনের মধ্যে প্রায় প্রতিদিনই নিজের ছেলে আর মেয়ের সঙ্গে মজার ভিডিয়ো শেয়ার করছেন করণ জোহর । #lockdownwiththejohars নাম দিয়ে একটি সিরিজ়ের মতো করে মুক্তি পাচ্ছে ভিডিয়োগুলো । সেই সিরিজ়ের সাম্প্রতিকতম ভিডিয়োয় দেখা গেল তল্পিতল্পা গুটিয়ে বেড়াতে যাওয়ার জন্য প্রস্তুত করণের ছেলে যশ আর মেয়ে রুহি । বাড়ি থাকতে থাকতে তারা নাকি ক্লান্ত ।
ভিডিয়োটি শুট করা হয়েছে করণের ওয়াড্রোবে । সেখানেই দু'টো সুটকেস হাতে দাঁড়িয়ে যশ-রুহি । করণ তাদের প্রশ্ন করেন, "এক্সকিউজ় মি, তুমি কোথায় যাচ্ছ যশ ? তুমি কোথায় যাচ্ছ রুহি ?"