পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"বাবার চরিত্রে অভিনয় করতে চাই", বিজ্ঞপ্তি করণের - করণ জোহরের খবর

লকডাউনে পেকেছে চুল । তাই এবার বাবার চরিত্রে অভিনয় করতে চান করণ জোহর ।

karan johar grey hair
karan johar grey hair

By

Published : May 5, 2020, 11:53 PM IST

মুম্বই : লকডাউনে চুল পেকেছে করণ জোহরের । 48 বছরেই অনেকটা বেশি বয়সের লাগছে তাঁকে । তবে সেই নিয়ে বেশ স্পোর্টিং করণ । বাবার চরিত্রে অভিনয় করার জন্য প্রস্তুত তিনি ।

সোশাল মিডিয়ায় নিজের পাকা চুলের ছবি দিয়ে করণ লিখেছেন, "আমি জানি আমার অভিনয় করাটা এই ভাইরাসের থেকেও অনেক বেশি ভয়ানক । তবে দ্বিতীয় সুযোগের কথা ভাবাটা তো অন্যায় নয় ।"

বলে রাখা ভালো, 'রেড ভেলবেট' ছবিতে অভিনয় করেছিলেন করণ জোহর । সেখানে তাঁর অভিনয় একেবারেই মুগ্ধ করতে পারেনি কাউকে ।

করণ আরও লিখেছেন, "সমস্ত এন্টারপ্রাইজ়িং কাস্টিং ডিরেক্টর, সেই সমস্ত পরিচালকরা যাঁরা রিস্ক নিতে ভালোবাসেন , কড়া সমালোচক ও সেই সব দর্শক যাঁদের সহজেই খুশি করা যায় - সবার উদ্দেশে আমার একটা ঘোষণা করার আছে । বাবার চরিত্রে অভিনয় করতে প্রস্তুত আমি ।"

করণের এই পোস্টে অনিল কাপুরে আশঙ্কা প্রকাশ করে লিখেছেন, "আমার পেটে কে লাথি মারতে চাইছে ?"

দেখে নিন সেই পোস্ট..

ABOUT THE AUTHOR

...view details