মুম্বই : লকডাউনে চুল পেকেছে করণ জোহরের । 48 বছরেই অনেকটা বেশি বয়সের লাগছে তাঁকে । তবে সেই নিয়ে বেশ স্পোর্টিং করণ । বাবার চরিত্রে অভিনয় করার জন্য প্রস্তুত তিনি ।
সোশাল মিডিয়ায় নিজের পাকা চুলের ছবি দিয়ে করণ লিখেছেন, "আমি জানি আমার অভিনয় করাটা এই ভাইরাসের থেকেও অনেক বেশি ভয়ানক । তবে দ্বিতীয় সুযোগের কথা ভাবাটা তো অন্যায় নয় ।"
বলে রাখা ভালো, 'রেড ভেলবেট' ছবিতে অভিনয় করেছিলেন করণ জোহর । সেখানে তাঁর অভিনয় একেবারেই মুগ্ধ করতে পারেনি কাউকে ।