মুম্বই : এর আগে অনেকবারই সৌরভ গাঙ্গুলির বায়োপিক তৈরি করার কথা উঠেছে । তবে কোনওবারই বেশি দুর এগোয়নি আলোচনা । তবে এবার বিভিন্ন সর্বভারতীয় সংবাদমাধ্যমের অনুমান যে, করণ জোহর বানাতে চলেছেন সৌরভ গাঙ্গুলির বায়োপিক । কারণ, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অফিসে দেখা গেছে করণকে । তাঁরা অনেকক্ষণ কথা বলেছেন বলেও খবর ।
সৌরভ এর আগে নিজের মুখে বলেছেন যে, একাধিক পরিচালক-প্রযোজক তাঁকে অ্যাপ্রোচ করেছেন বায়োপিক তৈরি করার জন্য । আর সেই নিয়ে কোনও আপত্তিও নেই দাদার । সৌরভ এটাও জানিয়েছিলেন যে, কাকে নিজের চরিত্রে দেখতে চান তিনি । কে বলুন তো ? সৌরভ চান যে হৃতিক রোশন তাঁর চরিত্রে অভিনয় করুক ।
বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার সৌরভের আপত্তি না থাকলেও কোনও না কোনও কারণে এখনও অধরা থেকে গেছে তাঁর বায়োপিক । এক সাক্ষাৎকারে সৌরভ বলেছিলেন,"একতা কাপুর আমার কাছে প্রস্তাব নিয়ে এসেছিলেন । আমরা একবার দেখাও করেছিলাম । তবে তার বেশি আর কিছু হয়নি । যদিও আমি কখনও ভাবিনি যে আমার বায়োপিক তৈরি হতে পারে । আশা করি দর্শক সেটা দেখতে চাইবেন ।"
মহেন্দ্র সিং ধোনি, সচিন তেন্দুলকরের বায়োপিক ইতিমধ্যেই তৈরি হয়েছে । শুধু তৈরি হয়েছে তা নয়, বক্স অফিস কাঁপিয়ে দীর্ঘদিন ধরে চলেছে সেসব ছবি । কপিল দেবের বায়োপিক মুক্তির অপেক্ষায় । এবার যদি সৌরভ গাঙ্গুলির বায়োপিক তৈরি হয়, তাহলে আর খুশির অন্ত থাকে না ক্রিকেট ও সিনেমাপ্রেমী দর্শকের ।