মুম্বই : এতদিন করণের ক্লোজ়েটে দাপাচ্ছিল যশ আর রুহি । এবার তারা গেল করণের বাথরুমে । আর সেখানে করণকে পরিষ্কার করার দায়িত্ব নিল যশ ।
এক বিশাল বাথটবের ধারে যশ আর রুহি দাঁড়িয়ে । তবে সেই বাথটব একেবারেই পছন্দ নয় রুহির । সে বলল "এই বাথটবটা ইউজ়লেস ।" করণ সে কথা মেনেও নিলেন । বললেন, "আমি কোনওদিন ব্যবহারও করিনি এই বাথটবটা ।"