মুম্বই : করণ যতবারই তাঁর ছেলে যশ আর মেয়ে রুহিকে সোশাল মিডিয়ার সামনে এনেছেন, ততবারই কোনও না কোনওভাবে অপদস্ত হয়েছেন তিনি । কখনও তাঁর গান গাওয়া নিয়ে প্রতিবাদ জানিয়েছে ছেলে-মেয়ে, তো কখনও তাঁর জামাকাপড় নিয়ে মজা করেছে তারা । এবার "বাঁদর" বলতেও বাকি রাখল না যশ ।
করণের ঘরে বিছানায় বসেছিল রুহি । আর বিছানার পিছনে লাফালাফি করছিল যশ । করণ যশকে জিজ্ঞাসা করেন, "যশ তুমি কি বাঁদর ?"