পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"ভালোবেসেছি, ভয় পাব কেন?" করণকে জড়িয়ে বললেন এই ব্যক্তি... - Bollywood

৪৭ তম জন্মদিনে করণ জোহরকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের প্রায় প্রত্যেকে। তবে এই ব্যক্তির শুভেচ্ছার ভাষা একটু অন্য ধরনের।

করণ জোহর

By

Published : May 26, 2019, 2:56 PM IST

মুম্বই : অ্যামেরিকান-নেপালিজ় ফ্যাশন ডিজ়াইনার প্রবাল গুরুঙ্গ করণের ঘনিষ্ঠ বন্ধু। করণের জন্মদিনে তাঁর এই বিশেষ বন্ধুর শুভেচ্ছা ছিল একটু বিশেষ।

করণের সঙ্গে একটি ঘনিষ্ঠ ছবি শেয়ার করে প্রবাল লিখেছেন, "ভালোবেসেছি, ভয় পাব কেন?" 'মুঘলেয়াজ়ম' ছবির সেই বিখ্যাত গান 'পেয়ার কিয়া তো ডড়না ক্যায়'-র লাইনটাই ব্যবহার করেছেন প্রবাল।

প্রবালের এই উক্তির সাপেক্ষে করণের উত্তরটাও বেশ ইন্টারেস্টিং। তিনি কমেন্টে লিখেছেন, "নিজের আবেগকে সংযত করুন দাদা।" কোনওরকম বিতর্ক তৈরি হওয়ার আগেই করণ সেটায় জল ঢেলে দিয়েছেন।

প্রবালের পোস্টে করণের উত্তর

তবে করণ এখন ব্যস্ত তাঁর কাজ নিয়ে। কারণ তাঁর প্রযোজিত 'কলঙ্ক' আর 'স্টুডেন্ট অফ দা ইয়ার ২' বক্স অফিসে সেভাবে সাড়া ফেলতে পারেনি। তাই তাঁর আগামী প্রজেক্ট 'তখ্ত' নিয়ে বেশ চিন্তিত করণ।

ABOUT THE AUTHOR

...view details