পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

জন্মদিনে করণকে কেক খেতে দিল না খুদেরা - করণ জোহরের খবর

আজ করণ জোহরের 48 তম জন্মদিন । লকডাউনে বাড়িতেই বিশেষ দিনটা সেলিব্রেট করছেন তিনি । তবে বাধ সাধল তাঁর দুই খুদে । বার্থডে বয়কে খেতেই দিল না কেক ।

karan johar cuts cake
karan johar cuts cake

By

Published : May 25, 2020, 8:40 PM IST

মুম্বই : জন্মদিনে যে একটু সাধ করে কেক খাবেন করণ, তার উপায় নেই । বাড়িতে দুই ডায়েট সচেতন খুদে আছে যশ আর রুহি, তারা করণকে একটুও অনিয়মই করতে দেয় না । কী যে করেন তিনি !

নিজের জন্য একটা বড়সড় কেক অর্ডার করেছেন করণ । তাঁর নামের আদ্যাক্ষর K-এ শেপে তৈরি সেই কেক । উপরে ছড়ানো একরাশ চকোলেট আর ড্রাই ফ্রুটস । কেকে মোমবাতি জ্বালিয়ে যশ আর রুহিকে করণ বললেন মোমবাতি নেভাতে । তারাও লাফাতে লাফাতে ফু দিলেন আগুনে ।

কিন্তু, করণ যেই কেক খেতে যাবেন, তখনই চিৎকার করে উঠল দুই খুদে । বলল, "কেক খেলে মোটা হয়ে যাবে তুমি, কেক খাবে না" । করণের বায়না সত্ত্বেও তারা শুনল না সেই কথা ।

বরং নিজেরাই শুরু করে দিল কেক খাওয়া । দেখে নিন সেই মজার ভিডিয়ো...

ABOUT THE AUTHOR

...view details