মুম্বই : জন্মদিনে যে একটু সাধ করে কেক খাবেন করণ, তার উপায় নেই । বাড়িতে দুই ডায়েট সচেতন খুদে আছে যশ আর রুহি, তারা করণকে একটুও অনিয়মই করতে দেয় না । কী যে করেন তিনি !
নিজের জন্য একটা বড়সড় কেক অর্ডার করেছেন করণ । তাঁর নামের আদ্যাক্ষর K-এ শেপে তৈরি সেই কেক । উপরে ছড়ানো একরাশ চকোলেট আর ড্রাই ফ্রুটস । কেকে মোমবাতি জ্বালিয়ে যশ আর রুহিকে করণ বললেন মোমবাতি নেভাতে । তারাও লাফাতে লাফাতে ফু দিলেন আগুনে ।