ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

দ্বিতীয়বার বাবা হচ্ছেন কপিল ? - কপিল শর্মার খবর

কমেডিয়ান-অ্যাক্টর কপিল শর্মা নাকি দ্বিতীয়বার বাবা হতে চলেছেন । সম্প্রতি তাঁর স্ত্রী গিনি চাতার্থের বেবি বাম্পের ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় । যদিও এই বিষয়ে কোনও নিশ্চিত খবর দেননি কপিল বা গিনি ।

kapil sharma to be father again
kapil sharma to be father again
author img

By

Published : Nov 20, 2020, 10:05 PM IST

মুম্বই : সোশাল মিডিয়ায় সেলেব্রিটিদের নিয়ে জল্পনা-কল্পনা চলতেই থাকে । তার মধ্যে কিছু কিছু জল্পনা সত্যি হয়, আর বেশিরভাগ ক্ষেত্রেই তা হারিয়ে যায় সময়ের দাবিতে । সম্প্রতি কপিল শর্মাকে নিয়ে একটা জোর জল্পনা শুরু হয়েছে সোশাল মিডিয়ায় । তিনি নাকি দ্বিতীয়বারের জন্য বাবা হচ্ছেন ।

এরকমটা কেন মনে হল নেটিজেনদের ? কারণ কয়েকদিন আগে সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে কপিলের স্ত্রী গিনির শরীরে দেখা গেছে বেবি বাম্প । তবে সেটি ছবির ভুল অ্যাঙ্গল নাকি সত্যি সত্য়িই বেবি বাম্প জানা নেই ।

করবা চৌথের দিন একটি ইনস্টা লাইভ করেন কমেডিয়ান ভারতী সিং । সেই লাইভ ভিডিয়োয় ক্ষণিকের জন্য গিনিকে দেখা যায় । এই অল্প সময়ের মধ্যেই তাঁর বেবি-বাম্প নেটিজেনদের নজরে পড়ে যায় । সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ছবি ।

in article image
এই সেই ছবি..

তবে এই প্রসঙ্গে কোনও নিশ্চিত খবর দেননি কপিল বা গিনি কেউই । সবটাই সময়ের অপেক্ষা ।

ABOUT THE AUTHOR

...view details